কুয়াশা বাংলা কবিতা — মহম্মদ আমিনুল ইসলাম

          "কুয়াশা"

মহম্মদ আমিনুল ইসলাম


সন্ধ্যার কুয়াশা হয়ে এখনো তুমি 

ভেজাও বুকের জমি,

শিশিরের ঝিলিক দেখে বরজ্রাহত হই

তুমি তো পাষাণ কন্যা দুঃখে রই আমি।


আজও আসো খুব হাসো 

হৃদয় কষ্টে রাঙায় আকাশ বাতাস 

তুমি হেমন্তিকা এসো হেমন্তের রাতে,

বুকের ভেতরটা করে শুধুই হতাশ।


শরতের নীলাচল ছুঁয়ে ছুঁয়ে তুমি 

হেমন্তের আকাশে করো খেলা,

টাঙ্গয়ার হাওরে নেমে ছুঁয়ে দেখি জল

হেমন্তের রাণী তুমি দিয়ে যাও দোলা।


  •  একদিন কুয়াশার এই মাঠে কবিতা,
  • কুয়াশা কবিতা,
  • ঘন কুয়াশার কবিতা,
  • কুয়াশা নিয়ে ছন্দ,
  • কুয়াশা ভেজা সকাল কবিতা,
  • কুয়াশা ভেজা সকালের কবিতা,
  • শীতের কুয়াশা কবিতা,

পাথারিয়ার আবছায়া দেখে ভাবি 

মেঘালয় বুঝি আজ দুরথেকে হাসে,

হারিয়ে যেতে চাই কুয়াশার রাতে 

জল-স্থল নদী-পথ সব ভালোবেসে।এ হাসির বিন্দ্রপের তীরে 

মম জীবনের গল্পকথা হয়ে গেছে ধীর,

ভোরের নিদ্রা ভেঙ্গে ঘাসের ডগায় 

নত হয়ে গেছে আমার উদ্বর্ত শির।


মুছে গেছে জীবনের সূক্ষ্ম কারুকাজ 

হৃদয় ক্যানভাসে শূন্যতার ছবি,

বিশূন্য ভালোবাসা নতজানু হয়ে

ঝিকিমিকি করছে আজ ভোরের রবি।


পুড়ে পুড়ে ছাই হয়ে উড়ে বাতাসে 

সেদিনও তুমি হবে প্রকৃতির বোধন,

সবুজ প্রেমের নীল কুয়াশা তুমি 

তোমাকেই জনম ভরে করেছি সাধন।

     

            

                       আরও পড়ুন 👇👇

                   ফাগুন বেলায় কবিতা

Blogger দ্বারা পরিচালিত.