তারিখ :২৭/১/২০২১
লেখা :ফারদিন মাহমুদ।
ভোরের আলো
ভোরের আলোয় মুখরিত হয়,
আমাদের এই শহর।
পাখির কোলাহলে ঘুম ভেঙ্গে যায়,
নতুন দিনের প্রহর।
ভোরের আলোয় দিন শুরু হয়,
শেষ হয়ে যায় রাতে।
ভোরের আলোয় পথ চলা,
রাতের আঁধারে থামে।
ভোরের আলোয় চেতনা জাগে,
শান্তি লাগে মনে।
বিষণ্ণতা দূরে চলে যায়,
সময় এগিয়ে চলে।
ভোরের আলোয় কোকিল ডাকে,
মনে দেয় যে দোলা।
পথের পাশে ফুল ফুঠেছে,
ভালোবাসার ছোঁয়া।
ভোরের আলোয় কৃষক ছোটে,
স্বপ্ন নিয়ে মাঠে।
মাঠের মাঝে স্বপ্ন বোনে,
ফসল কখন হবে?
ভোরের আলোয় রাখাল ছেলে,
দৌড়ে যায় যে মাঠে।
গরু নিয়ে দিন শুরু হয়,
সাঁঝের বেলায় ফেরে।
ভোরের আলোয় কৃষক পত্নী,
চুলার ধারে বসে।
দুপুর হতেই খাবার নিয়ে,
মাঠের ধারে ছোটে।
ভোরের আলোয় কেউ বা খোঁজে,
ভাগ্যের চাকার টিকেট।
কেউ বা খোঁজে মনের মানুষ,
ভালোবাসার লকেট।
ভোরের আলোয় ঘড়ির কাঁটা,
ঘোরতে থাকবে জীবনভর।
সময়সীমা চলতে থাকবে,
থাকবে না কেউ আজীবন।