কবিতা-- এসো পুড়ি ভালোবাসায়
কলমে-- সঞ্জয় কুমার পাল
তারিখ--২৬/০১/২০২১ ইংরেজী।
=======================
মান অভিমান সেতো তোমার
নিত্য দিনের খাতায়
কেমন করে তোমার মান ভাঙ্গাই
থাকো প্রতীক্ষায়।
প্রতীক্ষা আমি সইতে পারিনা
অপেক্ষার রঙ হয় লাল-নীল
আমি ভালোবাসার কাঙ্গাল জেনে তুমি
এঁটে রাখো মনের খিল।
আমিতো তেমন ঝানু খেলোয়ার নই
সইতে পারিনা নিরবতা
মান ভঞ্জনের নানা কৌশলে
জানাই হৃদয়ের আকুলতা।
জানি তুমিও অনুভবে বিস্মৃত হও
মধুর করে দাও প্রতীক্ষা
তোমার মনেওযে জ্বলে তুষের আগুন
কতোই করেছি সমীক্ষা।
কতোবার আমি চেষ্টা করি যে
এবার দেখাবো খেল
দেখি কতোদিন থাকতে পারো
বিঁধেকি বুকে শেল !
অনুভবে বুঝি তুমিও ক্ষুধাতুর
অভিমান করা নেশা
প্রতীক্ষাটাকে বাড়িয়ে দিয়ে আমার
মনে আনো অমানিশা।
অমানিশার পর পূর্ণিমা আসে
আমি থাকি প্রতীক্ষায়
মান অভিমান একটু কমাও এবার
এসো পুড়ি ভালোবাসায়।
************
- ভালোবাসায় থাকবো ভালোবেসে রাখিস
- ভালোবাসায় অপেক্ষা
- ও ভালোবাসায়
- ভালোবাসায় আবেগ
- আমি ভালোবাসায় বাধলাম ঘর
- ভালোবাসার উক্তি
- এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে
- এতো ভালোবাসায় জড়ালে আমায়
- ভালোবাসার কবিতা