কবিতার নামঃ,,,,,, সম্পদ,,,,
লেখক মোঃরাসেল বিন আবু তালেব
সম্পদের লাগি ভূবনে এতো কারসাজি,
জীবন দিয়ে হলেও করি সম্পদ লাভের কারসাজি।
জীবনের অল্প সময়ে ব্যস্ত থাকি সম্পদশালী হবার,
সম্পদ দিয়ে সুখের জীবন করি পারাপার।
সততার পথে নাহি হাটি পথ,
সততার বেড়া জালে আবদ্ধ নহে সে পথ।
সততার বুলি বলি দিয়ে সম্পদের পাহাড় গড় তুমি,
সততার পথে থেকে করতে পারবা না সম্পদের পাহাড় তুমি।
জীবনে সুখের লাগি মিথ্যার পথে গড়েছো সম্পদের পাহাড়,
মিথ্যার পথে সম্পদ গড়ে পাবে না তুমি শান্তির পাহাড়।
জীবনের তাগিদে সততার পথে গড়ো সম্পদ,
মরনের সময় কাজে আসবে না তোমার কোনো সম্পদ।
মৃত্যুর পর তোমার দেহ থাকবে মাটিতে পরে,
আর তোমার কষ্টের ধন সম্পদ সবি থাকবে ভূবনে পড়ে।