কবিতার নামঃ - নেতা হতে চাই
লেখক মোঃরাসেল বিন আবু তালেব
নেতা হতে চাই,
আমি নেতাদের নেতা হতে চাই।
আমি সবার ভরসা হতে চাই,
আমি নেতাদের নেতা হতে চাই।
জনগণের জন্য আত্নত্যাগী হতে চাই,
আমি নেতাদের নেতা হতে চাই।
আমি দূর্নীতি মুক্ত দেশ চাই,
আমি নেতাদের নেতা হতে চাই।
আমি ধর্ষন মুক্ত সমাজ চাই,
আমি নেতাদের নেতা হতে চাই।
আমি বেকার মুক্ত দেশ চাই,
আমি নেতাদের নেতা হতে চাই।
আমি ভিক্ষা মুক্ত দেশ চাই,
আমি নেতাদের নেতা হতে চাই।
আমি জঙ্গি মুক্ত দেশ চাই,
আমি নেতাদের নেতা হতে চাই।
আমি দূর্নীতি মুক্ত শিক্ষা অঙ্গন চাই,
আমি নেতাদের নেতা হতে চাই।
আমি জানজোট মুক্ত রাস্তা চাই,
আমি নেতাদের নেতা হতে চাই।
আমি সড়ক দুর্ঘটনা মুক্ত দেশ চাই,
আমি নেতাদের নেতা হতে চাই।
আমি যৌতুক মুক্ত সমাজ চাই,
আমি নেতাদের নেতা হতে চাই।
আমি কৃষকদের ন্যায্য মূল্য উপহার দিতে চাই,
আমি নেতাদের নেতা হতে চাই।
দেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে চাই,
আমি নেতাদের নেতা হতে চাই।
*****†***************************
আরও পড়ুন 👇👇