পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর

 কবিতার নামঃ,,,পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,,,, 


লেখক মোঃরাসেল বিন আবু তালেব 


পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,, 

তারা করে না কোনো বাচবিচার।। 

পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,, 

সবাই সবার তবে সবাই স্বার্থপর।। 

পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,, 

অনেকেই স্বার্থের কারনে  হয়ে যায় যাযাবর।। 

পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,, 

তারা নিজেদের কারনে খোরে পাপের কবর।।

পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,, 

সবাই চিন্তা করে শুধু টাকার।।

পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,, 

চাকরির অভাবে অনেকই বেকার।।

পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,, 

ক্ষুধার জ্বালায় গরিবের অন্তর করে হাহাকার।। 

পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,, 

ভূবনের বুকে ভেসে আসে ইজ্জত হারানো নারীদের আত্ন চিৎকার।। 

পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,, 

আধুনিক সমাজ কেন এতো বরবর?

পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,, 

লোভের কারনে মানব কুল আজ স্বার্থপর।।

পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,, 

তারা ভয় করে না মরনের।।

পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,, 

তারা গড়তে চায় সুখের নগর।। 

পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,, 

তারা করে না ছোটদের  আদর।।

পৃথিবীর মানুষ গুলো স্বার্থপর,, 

মনটারে  বানাইয়ো না আর স্বার্থপর।।

Blogger দ্বারা পরিচালিত.