কবিতা ~ সততার দাম কতো

কবিতার-  সততার দাম কতো

লেখক মোঃরাসেল বিন আবু তালেব 


সততার দাম কতো?

সততার দাম বলোতো কেউ কতো?

সততার জন্য যায় জীবন বলি,

সততার গান কাহারে আর বলি।


সততার দাম নহে শত,হাজার, লক্ষ, কোটি,

সততার টানে মনটা হয়ে যায় খাটি।

সততার একটা দাম তো আছেই, 

সততার কারনে চলবে ধন্যবাদ দিলেই। 


সততার গানে নহে মুগ্ধ, 

সততার প্রমানে হইও মুগ্ধ। 

ডায়নোসরের ন্যায় সততা বিলুপ্ত প্রায়,

সততা গেছে আজ কালের গর্ভে হারিয়ে প্রায়।


সততার দাম হইলো একটু মুচকি হাসি, 

সততার দাম কে একটু ভালোবাসি।

অন্যর কল্যাণে নিজের সততা দাও বিলিয়ে, 

বিনিময়ে নিও একটু ধন্যবাদ আবেগে।


সততার দামে মানুষ চেনে মানবের মন,

সততার দামে যায় না কেনা প্রান।

সততার দাম হইলো দূর্নীতি মুক্ত সমাজ,

সততার কারনে হতে পারো তুমি সবার ভালোবাসার তাজ।

Blogger দ্বারা পরিচালিত.