কসাই

 কবিতার নামঃ,,,কসাই,,,, 


লেখক মোঃরাসেল বিন আবু তালেব 


কসাইয়ের কাজ পশু জবাই করা,,

তুমি শিক্ষিতো তোমার কাজ হবে সমাজের দূর্নীতি দূর করা।।

কসাইয়ের কাজ পশুর চামড়া ছেলা,,

তুমি শিক্ষিতো  বলে   সঠিক ভাবে সম্পন্ন  করো করমেলা।।

কসাইয়ের কাজ পশুর গোস্তো কাটা,,

তুমি শিক্ষিতো তোমার আগে গড়তে হবে দরদি  মনটা।।

 কসাইয়ের নাই কোন দাম সমাজে,,

তুমি শিক্ষিতো হওয়া সত্বেও কেনো আসো না কোনো কাজে?

কসাইয়ের মনে মায়া কম,,

তুমি শিক্ষিতো হয়েও করো সমাজে অকাম কুকাম।।

কসাইয়ের শিক্ষা কম,,

তুমি শিক্ষিতো হয়েও বিবেক টারে কাজে লাগাও কম।।

কসাইয়ের কাজ মাঠে ঘাটে, যেখানে সেখানে,,

তুমি শিক্ষিতো হয়েও ময়লা ফেলাও যেখানে সেখানে।।

কসাইয়ের মনেও কিছু আশা থাকে,,

তুমি শিক্ষিতো হয়েও সমাজের লোকজন কে ফেলাও বিপাকে।।

কসাইয়ের আছে কাচি, ছুরি, দা,,

তুমি শিক্ষিতো হয়েও হতো পারো নাই ভালো দাদা।।

কসাইয়ের চোখের ভাসতে থাকে গোস্তের হিসাব,,

তুমি শিক্ষিতো হয়েও করো না ভালো মন্দের হিসাব।।

 কসাইদেরও আছে বাঁচার অধিকার,,

তুমি শিক্ষিতো হয়েও দিতে পারো নাই কসাইদের ন্যায্য অধিকার।।

Blogger দ্বারা পরিচালিত.