বলতে কি পার একটু সাহসের অভাবে আজ দুজন নদীর দু পাড়

  বলতে কি পার 

কলমে - খন্দকার মঞ্জু 


আচ্ছা নীলা বলতে কি পার 

ভালোবেসে অনেকটা পথ চলা হলো দুজনার, 

কতো স্বপ্ন দেখেছি এক সাথে 

দূর্বা ঘাসের কোলে মাথা রেখে হারাতাম ভাবনায় অপার। 

একটু সাহসের অভাবে আজ দুজন নদীর দু পাড়

তোমার পাড়ায় দেখছি রোদেলা দুপুর 

চন্দ্র জোছনায়ও ঢেউ খেলে। 

তবে কেন আমার পাড়ায় অঝোর বৃষ্টি 

ঢেকে থাকে আঁধারে। 


আচ্ছা নীলা বলতে কি পার 

ক্লাস ফাঁকি দিয়ে দুজনেই সেই কাশফুল বনে

কতটা স্বপ্নিল ভুবন সাজাতাম আনমনে, 

হাতে হাত রেখে কতো ওয়াদা করেছি 

একসাথে বাঁচবো মরবো বলে। 

দুজনেই বেঁচে আছি দুই পাড়ে, 

তুমি স্বপ্নিল ভুবন সাজিয়ে নিয়েছ

আর আমি রয়েছি বিষাদে পড়ে। 


আচ্ছা নীলা বলতে কি পার 

যার কোলে মাথা রেখে শুরু হয় প্রথম প্রেম

চোখে আসে স্বপ্ন, হৃদয়ে জাগে বাসনা,

তাহার মায়া কাটিয়ে অন্যের বুকে দিব্বি ঝুঁকে পড়া যায় 

তুমিতো পড়েছ ঝুঁকে সর্ব তৃপ্ততা নিয়েছ লুটে।

নারী বলেই পার সময়ের সাথে মিলে যেতে 

তবে কি পারনা আমি পুরুষকে ভালো থাকার সেই  কৌশলটা শিখিয়ে দিতে।

Blogger দ্বারা পরিচালিত.