জাগো নারী জাগো
-প্রান্ত নাথ
----------------------------
জাগো জাগো নারী জাগো
নির্বাক,নিচ্ছুপ থেকে,
সইতে থেকো না।
জাগো জাগো নারী জাগো।
অন্যায়,অবিচার ঘিরে থাকলে পড়ে,
পিছ পা হয়ে,
ন্যায়ের পথ ছেড়ো না,
প্রতিবাদের স্বর নিন্ম করে,
অন্যায়কে মাথা তুলে দাঁড়িয়ে,
অন্যায় করে যেতে দিও না,
জাগো জাগো নারী জাগো।
পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে,
লক্ষ নারী যুদ্ধ করে,
সম্ভম,লক্ষ জীবন দেশের নামে উৎসর্গ করে,
বীজ বুনে ছিলো স্বাধীন দেশের।
তবু নারী আজ পরাধীনতার শিকলে আটকে আছে।
নারী ভাঙ্গতে হবে সে শিকল তোমার নিজের,
অন্যায়ে শস্ত্র ধরো,
উচ্চ পর্যায়ে বসা মানুষ আজ,
নেশার ঘোরে আছে,
অন্যায়ে তারা ঘোর কাটিয়ে উঠতে উঠতে,
হারাচ্ছে শত নারী।
জাগো জাগো নারী জাগো।
অন্যায়ে আপোষ নয়,
প্রতিবাদ করো,
অস্ত্র ধরো,
শিকল তোমায় ভাঙ্গতে হবে,
নিরাপদ সমাজ,স্বাধীন রাষ্ট্র গড়তে হবে,
জাগো জাগো নারী জাগো।