বাতিঘর
সাবেরা সুলতানা সুমী
আপনি আসবেন একদিন স্বপ্নে?
আসেন না দৈবাৎ?
চমকে দেখবো সজল নয়নে একমুঠো পলাশরাঙা কৃষ্ণচূড়া হাতে আপনার ।
প্রিয় কালো শাড়ি কালো টিপে
কাজল মাখা চোখে দেখবো
আপনার মায়া ভরা ঐ মুখ ।
ইশশশ ভুলিনি আমি!
আপনি ভুলেছেন আমায়?
তাইতো স্বপ্নে আসতে ও হয় বুঝি ভয়?
কেন ছুঁয়ে দিলেন অমন করে ঠোঁট যুগল ?
লজ্জায় রাঙা হয়েছি যে আমি
দেখেননি আপনি ?
ঠোঁটে ঠোঁটে হয় বুঝি ভালোবাসা
এখন নিকোটিনের ধোঁয়ায়?
এই যে শোনেন,
কথা দিয়েছিলেন ছোঁবেন না আর ঐ ছাইপাশ রঙিন পানীয়ের গ্লাস।
নেশায় বুঁদ হলেই কি ভুলবেন
আমার ভালোবাসার নীল কাব্য?
জানেন আমি না রঙিন স্বপ্নের বাতিঘর চাই থাকবে গোলাপের দোলনা
সে কি অবাক হলেন যে?
হুমম দুলবো আমিই
দোলাবেন আপনিই
সঙ্গে দুলবে স্বপ্ন রঙিন বাড়ি
জগত ভুলে হবে ভালোবাসাবাসি।
বলেন আসবেন আপনি?
একই সঙ্গে গড়বো দুজন স্বপ্নের বাতিঘর ।
সাজাবো নতুন করে ভালোবাসার বাসর।
আপনি ভুলেছেন বুঝি আমায়?
আমি কিন্তু ভুলিনি সেই আছি
আপনার নীলাঞ্জনা হয়েই বাতিঘরের আশায় ।
শোনেন, আসবেন কিন্তু অভিমান ভুলেই।
বলেছিলেন জোৎস্না দেখবো একসাথে
তবে আর কেন দূরে?
আসেন না ভিজিয়ে দেই এ ধরা ভরা বাদলে।