স্কুল জীবনের ভালবাসা

 স্কুল জীবনের ভালবাসা

 মাহির শাহরিয়ার 


স্কুল জীবনে ভালবাসা কখনো ভোলা যাবেনা।

এটা যে আমার প্রথম শেখা কবিতার মত,

হৃদয়কে নাড়া দিয়ে যায়, আমার আবেগ,

আমার ভালোবাসার স্মৃতি সব সেখানেই।

মনে পড়ে যায় সেই হারানো অতীত,

নিষ্পাপ সেই সম্পর্ক, খুনসুটি সেই মুহূর্ত।


বেশিরভাগ ক্ষেত্রে স্কুল জীবনের প্রেমগুলোর

শেষ পরিণতি খুব বেশী একটা মধুর হয় না।

শুধু মনের এক কোনে দাগ কেটে চলে যায়,

যা বয়ে বেড়াতে হয় আমাদের সমস্ত জীবন।

ভালোলাগার সেই মানুষটির পিছনে ফিরে

একটু হাসিমুখে তাকানোর দৃশ্যটা যে কি মধুর

তা কেবল অনুভব করা যায়, বর্ণনা করা যায় না।


বৃষ্টির দিনগুলোর স্মৃতি মাঝে মাঝে থমকে দাঁড়ায়,

ভালোবাসার মানুষের সাথে ভিজে বাড়ি আসা,

তার সাথে খুনসুটি কিছু কথা, কিছু স্মৃতির পাতা,

আমাকে বাঁচতে শেখায় নিজের মত করে।

স্কুল জীবনের প্রেম মানেই আমাদের অতীত,

আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যতের অনুভব।


স্কুল জীবনের প্রেম মানেই আমার অস্তিত্ব।

স্কুল জীবন মানে তোমার অপেক্ষায় থাকা,

খুনসুটির মাঝখানে প্রিয় মানুষের আভা খোঁজা, 

শেষ প্রহরে স্বপ্ন চোখে নিজেকে বোঝা,

চোখে প্রফুল্লতা, মুখে হাসি, হৃদয়ে মিষ্টি সুর।

বেলা শেষে হায়! কোথায় সেই ভালোবাসা? 

অসমাপ্ত-ই থেকে যায় জীবনের মূল্যবান আকাঙ্খা।



                 আরো একটি নতুন কবিতা পড়ুন 👇


                  তুমি চলে এসো এই শরতে

Blogger দ্বারা পরিচালিত.