তোমায় পেতে কত কি ছেড়েছি
তামান্না
তোমায় পেতে কত কি ছেড়েছি
অবশেষে তুমি আমায় ছেড়েছো।
প্রিয় বান্ধবীদের সাথে আড্ডা ছেড়েছি
তুমি বলেছিলে, ওদের সাথে মিশবে না
আমি ওদের কে এড়িয়ে চলেছি।
ওরা আমাকে প্রায় বলতো এমন এক ঘেয়ে হয়ে চলিছিস কেন ইদানিংক? আমি চুপ থেকেছি।...
সব থেকে কাছের বন্ধুটা, অনিমেষ !
যে ছিল সেই ছোট্ট বেলার খেলার সাথি তাকে নিয়ে তুমি রোজ রোজ আমাকে সন্দেহ করতে,
তাই একদিন হুট করেই তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। সোসিয়াল মিডিয়া সব কিছু থেকে তাকে ব্লক করেছি।
সব থেকে প্রিয় বান্ধুবী অংকিতা। তার কাছে কিচ্ছুটি লোকাতাম না।
সুখে- দুঃখে পাশে থাকার মত মেয়েটি কেউ ঝাঁঝালো কিছু তীব্র কথায় আঘাত করেছি। সে আমার সমস্ত না বলা কথা গুলো আচ করতে পারতো। জানো সে আমায় কিচ্ছুটি বলে নি, শুধু হাসতে হাসতে বলেছিলো। ভীষণ পাল্টে গেলি রে!
তোমাকে গুরুত্ব দিতে গিয়ে সবার কাছ থেকে দুরুত্ব বাড়িয়ে নিয়েছি।
ভীষণ বই পড়ুয়া ছিলাম।এক দিন বলেছিলে আমাকে তো সময় দেও না সারাক্ষন বই নিয়েই পরে থাকো... এবার এগুলো একটু ছাড়ো তো তারপর থেকে আর লাইব্রেরি তে যাওয়া হলো না।
গাল বেয়ে চোখ থেকে জল পরতো, রাত জাগার অভ্যাস টা ছিল না। তবে তুমি স্বপ্ন দেখাতে তোমার চাকরি টা একবার হয়ে গেলেই দু- জনের একটা ছোট্ট সংসার হবে। আমিও সারারাত সেই স্বপ্নে ডুবে থাকতাম।
সেদিন দেখা করতে গিয়ে তুমি আমার পছন্দের ড্রেস টা দেখে বলেছিলে কি পড়েছ?এই রং টা তোমাকে যায় না।
হেসে বলি ঠিক আছে এই রং এর পোশাক আর পড়বো না। অথচ এর রং টা ছিলো আমার সব থেকে প্রিয়।
তোমাকে পাবার ছুতোয় সব প্রিয় কেই অপ্রিয় করে নিজের কাছ থেক দূরে ঠেলে দেই।
ভীষণ আনরোমান্টিক, আর লাজুক ছিলাম বলে কত কি বলতে। ৫ বছরের সর্ম্পকে কখনো ঠোটে ঠোট রেখে চুমু খাওয়া হয়নি। তবে হাত ধরে হেটেছি অনেক। হাটতে হাটতে বলতে আমার আনরোমান্টিক প্রেমিকা।
প্রতিবার ইন্টারভিউ দেওয়ার পর তোমার মুখটা গম্ভীর হয়ে থাকতো বলে রোজ রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম এবার যেন চাকরি টা পেয়ে যাও। এ নিয়ে অনেক গুলো বিয়ে ভাঙা হলো। রোজ রোজ বাবা- মা র সাথে অশান্তি আর পারছিলাম না।
এক দিন হঠাৎ ফোন এলো তোমার চাকরী হয়েছে। খুশিতে দু-চোখে জল গরাচ্ছিলো। এবার বোধ হয় আমাদের অপেক্ষার দিন শেষ হলো। দু- জন এক হতে পারবো।
আজ অনিমেষ এর ব্লক টা খুলে বললাম জানিস ওর চাকরি হয়েছে। সে প্রায় ৩০ মিনিট পর মেসেজ টা সিন করে বলে। জানিস,কাছের মানুষ মারা গেলে ততটা শোক লাগে না। যত টা শোক হঠাৎ মানুষ বদলে যাওয়ায় লাগে।
অংকিতার সাথে আজ কাল যোগাযোগই হয় না।
কয়েক দিন পর তুমিও ইগ্নোর করতে লাগলে। আমায় বিয়ে করার কথা বললে এড়িয়ে যেতে। হুট করে একদিন বলে দিলে আমার বয়স বেড়ে গেছে তোমার সাথে আমার যায় না এ বলে নাম্বার টা ব্লক করে দিলে।
সত্যি তোমার অপেক্ষা করতে করতে কখন যে বয়স কুড়িঁ থকে চব্বিশ পৌছালো ধরতেই পারি নি।তোমাকে না পাওয়ার আর্তনাদ আমি কাওকে শুনাতে পারি নি।
টুন করে আননোন নাম্বার থেকে একটা মেসেজ এলো।লিখা আছে, অফিসের পাশের ডেক্সের আরুহি নামের মেয়ে টা কে আমার বেশ ভালো লাগে। সে সব দিক থেকে পারফেক্ট।স্যারি অবন্তী।
আমি সব কিছুর ঠিক ঠাক উত্তর না পেয়ে আর চুপশে গিয়ে, জানালার গ্রিল ধরে শুধু একটা কথাই বার বার মনে করতে থাকি...
তোমায় পেতে কত কি ছেড়েছি
অবশেষে তুমি আমায় ছেড়েছো।