আপন আমার কে?
কাজী আখের আহমাদ
---------- --------- -------------
আপনের খোঁজে হন্যে আমি,
আপন আমার কে?
নেত্র আমার ইশারায় কয়-
আপন না কি সে!?
আমরা দেখাই দুনিয়ার মুখ
আপন দু-বোন মিলে!
দুঃখ কষ্টে কাঁদলে কাদি,
আমরা মিলেঝিলে!
আপনের খোঁজে হন্যে আমি,
আপন আমার কে?
কর্ণ আমার গোপনে কয়-
আপন না কি সে!?
আমরা শোনাই মনের কথা,
কল্পনায় যা মিলে।
কর্কশ কিংবা মৃদু স্বর
যাই না কভু ফেলে!
আপনের খোঁজে হন্যে আমি,
আপন আমার কে?
জিহ্বা আমার সযত্নে কয়-
আপন না কি সে!?
আমরা বুঝাই খাদ্যের স্বাদ,
ঝাল টক মিষ্টি হলে।
যা থাকে খাদ্যে কিংবা জলে,
যাইনা তা কভু ভুলে!
আপনের খোঁজে হন্যে আমি,
আপন আমার কে?
নাসিকা আমার প্রকাশ্যে কয়-
আপন না কি সে!?
আমরা শুঁকাই সকল ঘ্রাণ,
সামনে আমার এলে।
গন্ধ পঁচা হলেও-
যাইনা কভু, ভুল তথ্য বলে।
আপনের খোঁজে হন্যে আমি,
আপন আমার কে?
মগজ আমার বুক ফুলে কয়-
আপন না কি সে!?
আমরা জাগাই চিন্তা শক্তি
কর্মে করি চঞ্চল।
যাই বলুক ওরা সবাই মিলে
আমরা সবার মূলে।
আপনের খোঁজে হন্যে আমি,
আপন আমার কে?
রূহ আমার চাপ মেরে কয়-
আপন না কি সে!?
আমরা রাখি বাঁচিয়ে প্রাণ
সদা কাছে থেকে।
আমরা যদি না থাকি
সবাই যাবে মরে গলে।
[রচনাকালঃ২৭অক্টেবর২০২০সাল]