নপুংসক বাঙালী

 নপুংসক বাঙালী

-তরিকুল ইসলম


বাঙালী হারিয়েছে তাদের পুরুষত্ব!!

নেশা আর ক্ষমতায় একদল অন্ধত্ব,

আচরণে ফুটে ওঠে অনেকেরই পশুত্ব।

কথা বলতেই জানেনা কোনটা আসলেই গুরত্ব!!


 বেহায়া তোরা কিসের আশায়,করিস মানববন্ধন? 

অলস জাতি,সময় অপচয়,রাস্তায় দূর্ভোগে-আমরাই জনগন।

তোদের বয়কটে কি আসে যায়,দালাল'রা তো মদদ দাতা,

আসল মূলে হাত না দিয়ে,বলিস যতো আগাছা-প্রশাখার কথা!!


বাঙালীর জ্ঞান লোপ পেয়েছে-পদ,সনদ আর স্বার্থের লোভে,

মানুষের দেয়া সার্টিফিকেটে,মানুষেরই গোলামি করবি তবে।

ধর্মের কথা মুখেই বলিস,কর্মে তো নাই কোন প্রভাব, 

সারাদিন যতই বক্তব্যে প্রতিবাদী হোস-মূর্খতাই আসল স্বভাব।


নামাজের ওয়াক্তে মিছিল-মিটিং- দাবি করিস ৯০% মুসলিম!

নিজেরাই পথ অবরোধ করে চাস নিরাপদ সড়ক রাতদিন।

পোষ্টার লাগিয়ে,আবর্জনা ফেলে ড্রেনেজে করিস পানি বন্দি,

নিজের মা,বোনেরা আয়ত্বে(ভালবাসা) নেই,ক্যামেরায় আটিস ফন্দি।


ইতিহাস পড়িস বাপ দাদাদের,বীরপুরুষ মুসলিমদের চিনিস?

এক উমরের হুংকারে বিশ্ব,জানতো মুসলিম কি জিনিস!

ফজরে নাই নামাজ-কালাম,নেই সময়ের উপযুক্ত জ্ঞান, 

প্রধান অতিথি আসে সবার শেষে(দেরিতে),নেই আদর্শের ভাষাজ্ঞান।


তোদের ভ্যাট,ট্যাক্সে হয় দেশের উন্নয়ন তোরাই করিস চুরি,

দিনশেষে হিসাব কষে,করিস অপর সেক্টরের হিসেবে বাহাদুরি।

জনগন খেলে মাঠে,প্রশাসন যেখানে রেফারি,

আমি কি আর বলবো,জাহাজের খবর জানা আদার ব্যপারী।


যতই তোরা লাফাস না কেন,স্যাটেলাইটে তোরা বন্দি,

সেই দিকেই নাচবি তোরা,সাংবাদিক যেদিকে করবে নজরবন্দী!

সময়ের মূল্য,পরিশ্রমী আর ঈমান-আমল ধর মূর্খ বাঙালী,

কাঁচাবাজারে আগুন,অভাব-ক্ষুধার জ্বালায় কয়দিকে সামলাইবি কাঙালি??

Blogger দ্বারা পরিচালিত.