#সতীত্বনাশ
#লেখা_সুমাইয়া_আক্তার_মনি
সাহায্য চাইবো কার কাছে?
সবাই যে ভয়ে আছে৷
প্রাণ খুলে নিতে পারি নাহি নিঃশ্বাস,
পুরুষ কূলের উপর থেকে
বারংবার উঠে যায় বিশ্বাস।
বাবা-ভাই, স্বামী নির্ঘুম কাটায়ে রাত ;
এই বুঝি প্রাণপ্রিয় মা-বোন,
স্ত্রীর গায়ে উঠবে ধর্ষকের হাত।
ঘরে-বাইরে কোথাও দিতে পারে না নিরাপত্তা,
বেধড়ক মেরে নিয়ে যায় নারীদের সত্ত্বা।
চারিদিকে ভেসে উঠে আহাজারি,
দিনশেষে সবাই ভালো; দোষী আমরা নারী।
ছয় মাসের শিশুর দোষ কী ছিল?
সেও যে এই হায়নাদের আক্রমণের শিকার হল।
তবুও হয় না ধর্ষকের বিচার,
নয়তো পাপকর্মে লিপ্ত হবার আগে ভাবতো বারবার।
কোন দেশে জন্ম নিয়েছি ভাই!
যে দেশে ধর্ষকের বিচার হয় না,
হয় নারীদের কলঙ্কে ঠাঁই।
তবে হাস্যকর ব্যপার একটাই,
এ পাপকর্মে মাঝেমাঝে
লিপ্ত থাকে ; নারীরা নিজেরাই।
কারো উপরে বিশ্বাস নাই,
নিজেদের সম্মান রক্ষা করবো নিজেরাই।
অবশ্যই মনোবল রাখতে হবে তাই,
কারণ আমরা নারী হয়ে জন্ম নিয়েছি ভাই।