প্রেম পূজারী কবিতা – বিকাশ চক্রবর্তী

প্রেম পূজারী
বিকাশ চক্রবর্তী
তাং-৯/৪/২০২১ইং।

প্রতিক্ষণ দেখা চাই
ক্ষণিকের দেখা পাই,
আনচান করে মন
হৃদয়ে রক্তক্ষরণ।
লাগেনা যে ভালো আর
মন পুড়ে ছারখার,
কী করতে কিযে করি
দু'নয়নে জল ভরি।
আসবি আসবি বলে
সেই দিন গেলি চলে,
ফিরে এলিনা যে তুই
ছায়াসম তোরে ছুঁই।
আমি এক দিকভোলা
দরজাটা রাখি খোলা,
সারাদিন বকবক
ভালোবাসার সেবক।
তোর আশে বসে থাকি
আর কতদিন বাকি,
দেরি নয় চলে আয়
তাকাসনে ডানে বায়।
সুযোগের অপেক্ষায়
দূর্বৃত্তের দিন যায়,
ভালোবাসা নয় খেলা
করিসনে অবহেলা।
আগোছালো শাড়িগুলো
যত্রতত্র ঝুলো ঝুলো,
কেঁদে ফিরে দিন রাত
ছুঁতে চায় তোর হাত।
চন্দ্র সূর্য বর্ণহীন
কুসুমেরা গন্ধহীন,
লজ্জাবতী বেশরম
তোর জন্য এরকম।
ওলট পালট সব
বিহঙ্গের নেই রব,
তটিনীর কলকল
নেই আর অবিকল।
ছন্দহীন সবকিছু
ঘুরেফিরি তোর পিছু,
হয়ে তোর অনুগামী
প্রেমের পূজারী আমি।
Blogger দ্বারা পরিচালিত.