ভুল আবেগ
চারুলতা শশী
আজ থেকে বছর পাঁচেক পরে
কোন এক মধ্যরাতে হঠাৎ
যদি তোমাকে খুব মনে পড়ে,
আট দশ দিক না ভেবেই
যদি ফোন দিয়ে বসি,
ফোনের ও পাশ থেকে আমার নিঃশব্দের কান্না শুনতে পাবে?
নাকি অচেনা নম্বর দেখে বিরক্তিসহ ফোনটা রেখে
প্রিয়তমাকে জাপটে ধরে
তার আবেশে ডুববে ?
মনে কর কোন এক বৈশাখে তোমার দরজায় এক গুচ্ছ রক্তলাল কৃষ্ণচূড়া
রেখে পালালাম
দরজা খুলে সেই কৃষ্ণচূড়াতে
আমাকে খুঁজে পাবে?
নাকি র্ঝঞ্ঝাট ভেবে ছুড়ে ফেলে দিবে?
মনে কর একদিন ব্যস্ত রাস্তার দু'প্রান্তে হাঁটছি দুজন,
শতলোকের ভীড়ে পুরনো সেই শরীরের গন্ধে খুঁজবে আমায়?
নাকি নতুন কারো দামী পারফিউমের গন্ধ তোমায় মাতাল করে রাখবে ?
আমরা কখনোই একে অন্যের হব না,
এই সত্যটা খুব ভালো করে জেনেও ,
সেদিন বৃষ্টিস্নাত সন্ধ্যায় আমাদের যে ভুল আবেগগুলো ছিল, সব ভুলবে?
আবেগ নিয়ে কিছু কথা,
আবেগ নিয়ে উক্তি,
আবেগ অনুভূতির কথা,
আবেগ দিয়ে কবিতা,
আবেগ ভরা কিছু কথা,
আবেগ স্ট্যাটাস,ভুল আবেগ,