বিভাগ--কবিতা
শিরোনাম---উদাসী অন্তরে
কলমে--জয়া গোস্বামী
২৪/০৪/২০২১
বসে আছি আজ সবাই মলিন মুখে
রঙ হীন এক বিবর্ণ সকালে ...
গাছের পাতা আজ থমকে গেছে!
অজনা ভয় এসে ঘিরে ধরেছে-
মৃত্যু ভয় হাত ছানি দিচ্ছে..
পালাবার পথ আজ খুঁজছে —
ডাকছে সবাইকে নিজের দলে—
চলো জাই সবাই দূর বহু দূরে চলে—
নাম হীন অজানা কোন এক শহরে..
বাঁচার রশদ চলো খুঁজে নিতে..
ডাকছে পাখি আজ উদাস সুরে..
কি বলে আজ কে জানে বেসুরে,
ফুলের গন্ধ গিয়েছে আজ উবে
দেয়নি সুবাস ছড়িয়ে প্রভাতে
আসেনি ভ্রমর আশনি সংকেতে
বিষ পান করবে বলে ভয়েতে,
সবাই আজ স্তব্ধ হয়ে বসে আছে
ঈশান কোণে ভিড় জমাচ্ছে ,
ঘন কালো মেঘের দল কোমর বেঁধে
হাওয়াতে হয়তো উড়িয়ে দেবে ,
নিয়ে যাবে এক নূতন শুভ্র প্রভাতে
অপেক্ষায় প্রহর কাটে বিনিন্দ্র রজনীতে।