তুমি আমি
তানভীর আহমেদ
তুমি সমুদ্র আমি অরণ্য,
আমি অমিত তুমি লাবণ্য।
তুমি ভুগোল আমি ইতিহাস,
তুমি পারু আমি দেবদাস।
তুমি ক্লোজআপ আমি কোলগেট,
আমি রোমিও তুমি জুলিয়েট।
তুমি থুজা আমি অর্ণিকা,
আমি ক্লিনটন তুমি মনিকা।
তুমি চিরুনি আমি আয়না,
আমি ডোডি তুমি ডায়না।
তুমি জিলেপি আমি চমচম,
তুমি সুচিত্রা আমি উত্তম।
তুমি হজমি আমি টফি,
আমি আগাসি তুমি স্টোফি।
তুমি খেয়াল আমি গজল,
আমি শাহারুখ তুমি কাজল।
তুমি জটিল আমি সিম্পল,
আমি রাজেশ তুমি ডিম্পল।
তুমি আংটি আমি শাখা,
আমি অমিতাভ তুমি রেখা।
তুমি সিবিআই আমি গ্রেফতার,
তুমি সঙ্গীতা আমি আজাহার।
তুমি টিপ্পনি আমি প্যাক,
তুমি রোজ আমি জ্যাক।
তুমি মাছ আমি মাংস,
তুমি সৃষ্টি আমি ধ্বংস।
আমি অজিত তুমি মোনা,
আমি সৌরভ তুমি ডোনা।
তুমি কম আমি বেশি,
তুমি পাখা আমি এসি।
তুমি টানটান আমি কোচকানো,
তুমি ভিসুভিয়াস আমি ভলকানো।
তুমি মীনা আমি গোপাল,
তুমি বাংলাদেশ আমি নেপাল।
তুমি গল্প আমি কবিতা,
আমি রাজ্জাক তুমি ববিতা।
তুমি ওকে আমি ফাইন,
তুমি অনিয়ম আমি আইন।
তুমি বাংলা আমি হিন্দি,
তুমি পিট আমি বিন্দি।
তুমি উত্তেজনা আমি কোলাহল,
তুমি ক্রিকেট আমি ফুটবল।
তুমি তাস আমি দাবা,
তুমি বোবা আমি হাবা।
তুমি চাল আমি গম,
আমি বাদশা তুমি বেগম।
তুমি হাসি আমি কান্না,
তুমি পপি আমি মান্না।
তুমি খালেদা আমি হাসিনা,
আমি মানি তুমি মানো না।
তুমি গুড় আমি চিনি,
তুমি হুলো আমি মিনি।
তুমি মদ আমি গাজা,
তুমি রানী আমি রাজা।
তুমি বাব্বাঃ আমি মাগো,
তুমি হ্যাগো আমি ওগো।
অতঃপর, তুমি সুপর্ব আমি সরি,
তুমি লেখ আমি পড়ি।।।