আজও ভালোবাসি
কলমে---জয়া গোস্বামী
১৯/০৪/২০২১
আজও ভালোবাসি ভোরের মিঠে রোদটাকে
ভালোবাসি ভোরের বকুলের গন্ধে মাততে!!
রাঙা সূর্য গায়ে মেখে নতুন প্রভাত দেখি দুচোখ ভরে
মনে আজ ইচ্ছে গুলো চুপি চুপি আবার কেন উঁকি মারে !!
ইচ্ছে করে ডাহুকের গানে নিজের সুর আবার মেলাতে
ইচ্ছে ঘুড়ির পাল তুলে তোমার শহরে এক বার ঘুরতে!!
মনের ইচ্ছে গুলো রঙ রূপে আরেক বার সাজাতে
আজ মনে হয় একলা আমি অচেনা কোন দেশেতে!!
নোনা হাওয়া গায়ে মেখে স্মৃতির ঝুলি খুলি ভুলে
স্মৃতিমেদুর করে তুলতে পারি মনসৈকতে ঢেউ তুলে!!
গল্প করতে করতে নিজেকে হারাই আজ সমুদ্রের পাড়ে
দেখি চারিদিকে মরিচিকা আমাকে আজ ঘিরে ধরে!!
অবসন্ন ক্লান্ত মন চেনা গণ্ডি পেরিয়ে একটু হারাতে
চায়
আদিম রহস্য -রোমাঞ্চ ঘেরা সবুজ বনবিথীতে ধায়!!
ইচ্ছে করে লাজুক মনটা আজ দিই সাগারতটে হারিয়ে
ছলাকলায় মায়াবী স্বপ্ন আজ আমায় বেড়ায় তাড়িয়ে!!
সান্নিধ্য পেতে চাই আজ অনন্ত নিসর্গ পাহাড়ের কাছে
কেউ নেই আজ আমায় দেবে আমার সব যন্ত্রণা মুছে!!
ইচ্ছে করে জনমানব হীন পথে হাঁটবো আবার এক সাথে!
সব সংকট জনক পরিস্থিতি পার করবো রেখে হাত হাতে!!