শিরোনাম - জীবনের রেলগাড়ী।
কলমে - সৈয়দ মহঃ ইসমাঈল।
আমাদের এই জীবন যাত্রার রেলগাড়ীটা,
দেখি সদা সর্বদাই চলেছে ছুটে দ্রুত।
জানি না কখন বা কোথায় যাইবে থেমে,
সে-কথা মনে পড়লেই,মনটা হয় ভীত।
সর্বদা অতিক্রম করেই চলেছে বহু প্লাটফর্ম,
আছে যা সুখ ও দুঃখের পাহাড় মাঝে।
বোঝে না ব্যাতিক্রমী ঐ সব পাগল মানুষ,
সদা বোঝা যায় তাদেরই কামে কাজে।
সমাজের সুস্থ সবল ও জ্ঞানী মানুষ যাঁরাই,
হোক গরীব ধনী বা সমাজের প্রতিনিধি।
বুঝতে পারলেই জীবন যাত্রার মূল্যবোধটা,
সংযত করবে নিজেদের জীবন গতিবিধি।
শরীরের চোখ কান নাক নানান অঙ্গগুলো,
জীবনের রেলগাড়ীর এক একটা বগি।
যারা সর্বদা চলছে ছুটে তালে তাল মিলিয়ে,
যাহার একটার বিচ্ছেদেই আমরা ভুগি।
জীবনের রেলগাড়ীর হয় যেটা পথপ্রদর্শক,
সেটা মানুষের বুদ্ধিমত্তা ও সঙ্গে জ্ঞান।
আর জীবনের রেলগাড়ীর যে ড্রাইভার হয়,
তাঁকে মন বা অন্তর বলে জানায় সম্মান।