বিরহ বেলা — মোঃ ইব্রাহিম

 বিরহ বেলা 

     মোঃ ইব্রাহিম । 

অশুভ এক কাক পাখি

ঘরের কোনায় করে শুধু ডাকাডাকি

   যখন তখন কা কা

ভাল লাগেনা একা একা । 


যতই বলি এখন যা

চাহিয়া দেখি,

কাকের চোখে শোকের ছায়া,

কি যানি কি বলতে গিয়া

ছুটে আসে আমায় একলা পাইয়া,

     জলে ভাসা আঁখি তার

একটা কথা বলার আবদার । 


দেখতে কি পাওনা তুমি? 

ছন্নহারায় গুমরে কাদেঁ

আমার এই মাতৃভূমি,

বিশ্ব যে আজ মৃত্যু পুরী

সে ভয়ে কাদঁছে বাংলা মায়ের সোনার তরী,

কখন  যে তার ছেলের গায়ে,

লাগে কলঙ্কের ঝুরি । 


করোনার রক্ত চক্ষোর তীক্ষ্ম  তীরে

 আজ কত লাশের প্লাবন ধরনীর পাড়ে, 

চারিপাশে মানবতার এত চিৎকার

তবে স্তব্দ কেন কলম তুমার ? 


তুমার লেখার রঙ তুলে

মানুষকে সাহস যোগাউ প্রাণ খুলে,

         গর্জে উঠ,

জাতির এই দুর্যোগ প্রহরে

ভয় পেয়োনা করোনার হুঙ্কারে । 


চারিপাশে কালো শ্বাষ

বইছে ঝড়ের পূর্বাভাস,

সাবধানে বাঁধ পাল

রক্ষা  পাবে জাতির হাল ।

Blogger দ্বারা পরিচালিত.