আমি একদিন প্রেমিক হব – শাহরিয়ার শরীফ

 আমি একদিন প্রেমিক হব

একদিন আমি আকাশ হব।

এক বিশাল আকাশ,

বুকের জমিন তোমার নামে দলিল করে দেব।

সাদা মেঘের ভেলা হয়ে তোমার মাথার উপর ছায়া হব,

আমি একদিন প্রেমিক হব।


একদিন হঠাৎ করেই তোমায় ভালোবাসি বলে চমকে দেব,

একই শব্দে ছুঁয়ে যাব তোমার হৃদয়

দুটি চোখে সেদিন সুখের ছলছল জল হব।

আমি একদিন প্রেমিক হব।


একদিন আমি বিশ্বাস হব।

তোমার সকল আশা তোমার সকল ইচ্ছের কথার ঝুড়ির, 

আমিই একমাত্র শ্রোতা হব।

চোখের কাজলে লেগে থাকা ভালোবাসা হব,

হব আয়নার সামনে বসলেই মনে পড়ার মুখ,

হব বুকের ভিতর হঠাৎ করেই জেগে ওটা অনাকাঙ্খিত এক সুখ। 


আমি একদিন অংশীদার হব

তোমার সুখ দুঃখের অংশীদার। 

তোমার কাঁচের চুড়ি বায়না করার মানুষ হব,

হব ঘুম থেকে জেগে দেখা মুখ। 


একদিন তোমার অনামিকা আঙুলের পূর্ণতা দেয়ার মানুষ হব।

আমি একদিন তোমার হব,

হ্যাঁ আমি একদিন প্রেমিক হব।


~আমি একদিন প্রেমিক হব

~শাহরিয়ার শরীফ

Blogger দ্বারা পরিচালিত.