কবিতা ~ দৃঢ় বিশ্বাস — ডাঃ শাহ আলম গাহাবারী

 দৃঢ় বিশ্বাস ---

ডাঃ শাহ আলম গাহাবারী -

------------------------------------ 

আত্মা যেমন দেহের উপরে নির্ভরশীল

বিশ্বাস তেমনি তথ্যের উপরে। 


আত্মা যেমন দেহ ছাড়া বাঁচে না

বিশ্বাস তেমনি তথ্য ছাড়া। 


আত্মা তখনই দেহ ছাড়া স্বাধীন হয়

যখন কারো মৃত্যু হয়

বিশ্বাস তখনই তথ্য ছাড়া স্বাধীন হয়

যখন যৈবিক মৃত্যু হয়

অর্থাৎ যখন স্রস্টার সাথে সংযোগ সৃস্টি হয়;


স্রস্টার সাথে সংযোগ সৃস্টি হয় তখনই

যখন ওহি বা ইলহাম হয়

ওহি তখনই হতে পারে যখন

তিনি কাওকে মোনোনিত করেণ;


কিন্তু ইলহাম সকলের প্রতি হতে পারে

কারণ ইলহাম নিজের মধ্যে উৎসারিত কথা

যা হৃদয় থেকে জাগে ব্রেন থেকে নয়

তাই ব্রেন দিয়ে বিশ্বাস করা যায় না

বা যুক্তি দিয়ে;


বিশ্বাস করতে হয় হৃদয় দিয়ে 

ব্রেন দিয়ে নয় । 


তবে ইলহাম সেইই বুঝতে পারে

যার উপরে তা হয়, অন্যে নয় ! 


তবে ইলহাম সকলের উপরে হয়

যে তাকে অনুভব করে ;


পাপির উপরেও, যদি সে তাপি হয়

এমনকি পতিতার উপরেও । 


কারণ তিনি তাকে পথ দেখাতে চান

সুতরাং তিনি যদি সাড়াই না দেন

তবে সেই আত্মা তথ্যের উপরে

ভিত্তিকৃত বিশ্বাসে স্থির থাকবেন কি করে ? 


তাই ইলহাম কখনো কখনো খোদার দয়া

বা রহমত হিসাবে হয়ে থাকে

যে ভাবে মুশরিক অথবা কাফেরের শস্য ক্ষেতে

খোদা বৃষ্টি দিয়ে থাকেন। 


আবার ইলহাম কখনো কখনো

 তথ্য বা বার্তা, যা তিনি তার প্রিয় বান্দাকে

দিক নির্দেশনার জন্য করে থাকেন, 


তখন তা অজস্র ধারার হয়ে থাকে,

শুধু নিজেকে পবিত্র করতে হয়। 


ইলহাম পাপির প্রতি ও হতে পারে

তবে তা দু' চার ফোটা বৃষ্টির মতো

যাতে ভিজে না হৃদয়ের মাটি 

যাতে আধ্যাত্বিক ফসলও জন্মাবে না । 


কেউ যদি স্রষ্টার সাথে কথা বলতে চায়

তবে হৃদয়কে বানাতে হয় স্বচ্ছ আয়না

যাতে সূর্য পূর্ন রুপে প্রতিফলিত হতে পারে ।

Blogger দ্বারা পরিচালিত.