সাথি ক্ষুদে স্বপ্ন | Sathi khude sopno

   সাথি    

                          ইয়াসমিন খাতুন


পড়ার সাথি , বিদ্যাবতি
উড়ার সাথি, প্রজাপতি
হাটার সাথি, সবুজ পথ
খেলার সাথি, ফুটবল
পুকুরের সাথি, রাজহাঁস
ঘোড়ার সাথি, দুর্বাঘাস
খাবার সাথি, মুসুরডাল
ভাঙ্গার সাথি, সজিনাডাল
আমার সাথি, ছোট্টগ্রাম!!



    ক্ষুদে স্বপ্ন
 ইয়াসমিন খাতুন

আমি এক চাঁদনী রাতে
ছোট্ট একটি তারা,
আমি এক উজল দিনের
ছোট্ট একটি বিরা,
আমি এক নীল সাগরের
ছোট্ট একটি ঢেউ,
আমি এক খামার বাড়ির
ছোট্ট একটি নুড়ি,
আমি এক গোলাপ চারার,
ছোট্ট একটি কুড়ি।



আবার যদি দেখা হয়-

কাছে এসো তুমি! 

মিষ্টি করে জানতে চেয়ো-

কেমন আছি আমি?


          -মোঃ সুজন আলী



যার কথা ভেবে ভেবে,

কবিতা লিখি হায়।

সে আমার কবিতা দেখে,

মুখ ফিরিয়ে নেয়।


✍হাবিবুল্লাহ রামিম



আক্রোশে আমার শিরা-উপশিরায়

রক্ত টগবগ করে,

বলবানের ভয়াল থাবায় নিরীহ মানুষ

নির্মম দাপিয়ে মরে!!


_শূন্য মুহাইমিনুল

Blogger দ্বারা পরিচালিত.