তবে কি রাগ করবে? রাগ প্রেমের গল্প

তবে কি রাগ করবে?
মোঃ সুজন আলী  

যদি একটা গোলাপ এনে ধরিয়ে দেই তোমার হাতে! 
তবে কি রাগ করবে?
নাকি বলবে, শুধু একটা কেন? শত সহস্র আনতে!

যদি এক মুঠো চাঁদনী এনে ছড়িয়ে দেই তোমার মুখে!
তবে কি রাগ করবে?
নাকি বলবে,শুধু চাঁদনী কেন? পুরো চাঁদটা আনতে!

যদি বর্ষায় দুটো কদম এনে গেঁথে দেই তোর খোঁপায় 
তবে কি রাগ করবে?
নাকি বলবে,ফিরুক এই বর্ষা হাজারবার আমি চাই!

যদি তপ্ত দুপুরে মুছে দেই ঘামখানা তোমার কপালের!
তবে কি রাগ করবে?
নাকি বলবে, তোমার লক্ষ রুমাল হোক লক্ষ দুপুরের! 

যদি বিনুনি বেঁধে দেই তোমার ঐ অগোছালো চুলের!  
তবে কি রাগ করবে?
নাকি বলবে, তুমি ছুঁয়ে দাও সহস্রবার ঐ কর্ণদুলের!

যদি দুইখানা ঝুমকা এনে তোমার কানে পরিয়ে দেই! 
তবে কি রাগ করবে?
নাকি বলবে, শুধু দুল আনলে? আলতা-চুড়ি নেই 

যদি দুইখানা নূপুর এনে পরিয়ে দেই তোমার পায়ে!
তবে কি রাগ করবে?
নাকি বলবে, একথালা মেঘ এনে ঢেকে দিও গায়ে! 

যদি বলেই ফেলি খুব ভোরে খুব করে, ভালোবাসি!
তবে কি রাগ করবে?
নাকি বলবে,এসো হে প্রিয় এসো, রাখবো বুক ভরে!



Blogger দ্বারা পরিচালিত.