ভালোবাসি সমুদ্র তোমাকে — কাবেরী মিত্র

 ভালোবাসি সমুদ্র তোমাকে

     

         কাবেরী মিত্র 


 


তুমি কেমন আছো সমুদ্র?

এখনো কি তুমি উত্তাল?

শান্ত হয় নি বুঝি?

সমুদ্র তোমার ঐ নীল জলে,

আমি আমার স্বর্গ খুঁজে পাই।

তোমার প্রতি টা ঢেউকে আমি

পুঙ্খানুপুঙ্খ ভাবে জরিপ করি,

কি সুন্দর তোমার চলন!

সমুদ্র আমার দেবতা।

আমার প্রান তুমি!

এতো কেন ভালোবাসি তোমাকে?

আমি তোমার বুকে আশ্রয় চাই,

তুমি বার বার কেন ফিরিয়ে দাও!

আমার আবেগ তুমি পছন্দ করোনা?

সেই কতো দিন ধরে তোমাকে ই 

একমনে ভালোবাসি

কেন এতো ঘৃণা আমাকে?

তোমাতে ভাসিয়ে ছিলাম

আমার লাল ডায়রী

যার পরতে পরতে ছিল 

তোমার প্রতি আমার উজার করা ভালোবাসা।

ভালোবাসা দিতে না পারো,

মন্দবাসাটা ও কি যায় না আমাকে?

আমার শেষ নিঃশ্বাস টুকু ও বলবে,

ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি

অবহেলার প্রহর শেষ হলে,

        

       ‌‌ডাক দিও সমুদ্র!

      আবার ও বলবো

            ভালোবাসি

           কাছে আছি, 

         থাকবো চিরকাল।

Blogger দ্বারা পরিচালিত.