বাংলা রোমান্টিক ক্যাপশন | রোমান্টিক বাংলা কবিতা ক্যাপশন | সেরা প্রেমের স্টেটাস

 তাকে আমি কোনদিনও পাবো না,,

তবুও আমি তাকে নিয়ে মিথ্যে স্বপ্ন দেখি রোজ।

সে কোনদিন বলেনি আমাকে ভালোবাসি,,

তবুও তাকে আমি খুব ভালোবাসি।


সে আমাকে প্রতিনিয়ত করে কথা দিয়ে অপমান,

তবুও কেন জানি অদৃশ্য এক টান,,

তার কাছে আমায় ফিরিয়ে আনে বারংবার।


আমার মনে হয় সে আমাকে ভীষণ ভালোবাসে,

কিন্তুর তার পুরো স্মৃতি তাকে পিছু ডাকে।

আচ্ছা মানুষ কেন ভালোবাসে?


ভালোবেসে হয়ে যায় এক পথ হারা।

আপন গন্তব্যে পৌছাতে পারেনা ভালোবাসার মানুষকে ছাড়া।

আমিও এক পথ হারা,,


হয়েছি ভালোবাসার কাঙ্গাল।

তাই তো তার কাছে আমি ফিরে যাই বার বার,

তার কাছে আমার একটু ভালোবাসা পাওয়ার আবদার।

 


♥_____শ্রাবণী

Blogger দ্বারা পরিচালিত.