"স্কুল খুলবে নাকি"
লেখক : মোঃ আসিফ আহম্মেদ
কানের কাছে আসছে ভেসে
সত্যি নাকি কান কথা ।
শিক্ষার্থী মিলে একত্র হয়ে
করছে পড়ার আলাপচারিতা ।
কিছু দিনেই খুলবে নাকি
স্কুল কলেজ আর মাদ্রাসা ।
ছাত্র ছাত্রীরা প্রস্তুত হচ্ছে
এটাই সবার হলো প্রতাশ্যা ।
সন্ধ্যা হলেই পড়তে বসবে
মনোযোগী হবে লেখা পড়ায় ।
সময় মতোন পড়তে যাবে
স্কুল কলেজ আর মাদ্রাসায় ।
মহামারী করোনা ভাইরাস
পড়া লেখায় করেছে ব্যাঘাত ।
স্কুল কলেজ মাদ্রাসা খুললে
সবার জ্ঞানের ফুটবে প্রভাত ।
সব সহপাঠী একত্রিত হবে
অনেক দিন মাসই পরে ।
আরিফ বিল্লাল সব বন্ধুদের
ডাকবে আবার মন ভরে ।