আকাশ ভালবাসা | তুমি আমি পাগল হওয়া | মনের ভিতর জাগিয়ে রাখা।

 আকাশ ভালবাসা

-----------জসীম উদ্দীন

০৬/০২/২১

ভালবাসার আকাশ বলতে নীলে নীলে, নীল নীলিমা,

ভোর আকাশে কুসুম রঙের,সূর্য উঠা। 

আমার বুকে যেমন তুমি, তেমনি করে আকাশ বুকে, 

মেঘ বালিকার লুকিয়ে থাকা, 

বৃষ্টি মুখর দিনগূলিসব, সূর্য থেকে আড়াল করে 

তোমার আমার সিক্ত হওয়া।


নীল আকাশের স্বপ্ন চুড়ায়,  ঘোড় সাওয়ারে উড়িয়ে বেড়া,

ভাললাগার দিনগুলিকে পুঁজি করে 

গভীর রাতে তারায় তারায় হারিয়ে যাওয়া।


চাঁদনী রাতে, রূপোর আলোয় নদীর ঢেউএ দোলনা দোলায়, 

তুমি আমি পাগল হওয়া, 

মেঘ কুয়াশার, শিউলী তলায়, তোমার আমার মালা গাঁথা, 

সুখের ম্মৃতি চোখে এনে, এক পলকের বিজলী চমক, 

মনের ভিতর জাগিয়ে রাখা।


ভালবাসার আকাশ বলতে জাফরানী রং গায়ে মেখে  

সূর্য হয়ে, দিনের শেষে সন্ধ্যা বেলা

বিশ্ব ছেড়ে, চুপটি মেরে বিদায় নেওয়া,

যাওয়ার আগে দুচোখ জুড়ে গড়িয়ে পড়ে অশ্রু ফোঁটা। 

---------------------------------------

ছবি সংগৃগীত

Blogger দ্বারা পরিচালিত.