ফিরে আসা কবিতা
---নীল
এখনো তুমি বেচে আছো?
আমি তো সেই কবেই মরেছি।
কেন তবে বারংবার তোমার এই পদচারণা?
কি চাও তুমি?
স্মৃতির প্রহর গুনে, আজ যখন আমি খুব ক্লান্ত -
কেন তুমি আবার পথ দেখ?
চোখ বুঝে, অতীত আকাশে কি খোঁজ তুমি?
কিছুই ছিলনা কারন, যখন গিয়েছিলে চলে-
অভিমানে ফিরিনি আমিও-
পিছু ডাকনি, যেওনা বলে।
অপার সম্ভাবনাতে ভবিষ্যতের হিসেবে
আমি ছিলাম ভগ্নাবশেষ।
তোমার ভবিষ্যত আজ তোমার হাতের রেখায়
যে হাত, কোন দিন আমাকে ছু্ঁয়েছিল বিশ্বাসের বাহু ডোরে।
বলেছিলে, জীবন সপে দেব তোমার পায়ে, এক হলে।
আমাদের এক হওয়া আর হয়নি।
এই এক আর দুয়ের হিসেবে আমি ছিলাম খুব কাঁচা
বুঝিনি হঠাৎ তোমার এই পরিবর্তন।
অনেক চেষ্টা করেও যখন তুমি
তোমার ভবিষ্যতে আমাকে জড়াতে চাইলে না
তখন সরে না এসে কি বা করার ছিলো আমার?
এখন তোমার কিসের অভাব?
জৌলসে ভরা তোমার শরীর, দামি গাড়ি, বর ও কোন এক বড় বাবুর ছেলে।
চোখে তোমার অহংকার এর ঝলক।
যে চোখ, কোন দিন আমায় বলেছিল -
ছুয়ে দেখ, ভালবাসার জল কি খুব বেশি নোনা?
আমি অপার বিষ্ময়ে তাকিয়ে থেকে বলেছিলাম-
রমনীর ভালবাসার এমন রমনীয়তা আমি দেখিনি কখনো।
রিদ পিন্ড টা কে নিজ হাতে কচলে দিয়ে বলেছিলাম...
থাক আজ সে সব কথা।
ক্লান্ত বিকেল আজও তোমাকে ভাবায়,
বৃষ্টি তোমাকে দোলা দেয়, অসার করে দেয় কান্নায়।
আমি জানি, আমি আছি তোমার একান্তে, গভীরে
কিংবা অসহায়ত্বে।
আমি জানি আমি আছি এবং থাকবো,
তোমার প্রার্থনায়।