তোমার আড়ালে তুমি
এডঃ মুহাম্মদ তৌহিদুজ্জামান লিটু
২৭/০২/২০২১
তোমার চোখের আধেক চাওয়া আমার কথা বলে
তোমার মুখের লাজুক হাসি আমার ছবি রচে।
যতই তুমি ভান করো আমার কাছে আসবে না
কিন্তু তোমার মান অভিমান সে কথাতো রাখছে না।
তোমার যত না বলা কথা জানিয়ে দেয় চোখেতে
তোমার যত না বলা ভাষা ভেসে উঠে আচরণে।
আমার প্রতি উদাসীনতা বেশি খেয়ালের জলছবি
আমার নিয়ে তাচ্ছিল্য ভাব ভালোবাসার প্রতিচ্ছবি।
যতই তুমি চাও যে ঢাকতে তোমার মনের বাসনা
ততোই সে তো প্রাকাশ্য হয় লুকিয়ে রাখা সব আশা।
ভাবছো আমি পারি না বুঝতে তোমার এই ছলনা
তোমায় আমি ভালোবাসি যেন রেখো ললনা!
তোমার বলা না-বলা কথা যত আছে গোপন ভাষা
সবই আমার রপ্ত করা মনের মাঝে রয়েছে আঁকা।
আমায় দেখে যে দিন তুমি হলে ভীষণ বিরক্ত
সেই দিন ঠিক প্রকাশ পেলো তুমি কত অনুরক্ত!
মুখে কপট রাগ দেখালেও মনকে বাঁধতে পারছো না
আমায় তুমি মন দিয়েছো সে তো গোপন থাকছে না!
যে দিন আমায় বুঝাতে এলে কখনও ভালোবাসবে না
সেই দিন আমি ঠিকই বুজলাম এই হাত তুমি ছাড়বে না।।