মানুষ মানবিকতা নিয়ে কবিতা

     মানুষ

সুলতান মাহমুদ

    

মানুষ তুমি জ্ঞানী তুমি মানি,

তাই বেড়েছো অনেক বাড়া।

সকল প্রজাতি স্বাধীন ঘুরে,

তুমি আজ বন্দী গৃহকারা।

স্রষ্টারে ভুলে সৃষ্টি কুলে,

করেছো সীমাহীন অন্যায়-অবিচার।

তুমার তরেই তো এই সব কিছু,

নিজ হাতেই ভেঙেছ এ সংসার।।


মানুষ তুমি শ্রেষ্ট তুমি গরিষ্ঠ,

তাই রাজ ফেলেছ সীমূর্ধে।

বিধ্বংসী লীলায় মেতেছ তুমি,

মানব হয়েও মানবতার বিরুদ্ধে।

যৎকিঞ্চিৎ নাই দয়া নাই মায়া,

লালসের লালায় হয়েছে বশ।

রঙ্গিন জীবনের সুস্বাধু সাধে,

ক্ষমতার বিষে করেছ কষ।।


মানুষ তুমি রমণীয় তুমি নমনীয়,

অহংকারে ফেঁপে হয়েছ হিংস।

এই ভূলকের মাঝে পুলোকে ছিলে,

আজ কেনো? মহামারির নৃশংস।

মজায় তুমি কাযা করেছ,

করনি বৃতি মহীয়ান স্রষ্টার।

আজ তাই এমন মৃত্যুর মিছিলে

নিত্য রঙিন বিবর্তিত হাহাকার।

                     

Blogger দ্বারা পরিচালিত.