তোমরা আমায় বলো কবি

 তোমরা আমায় বলো কবি


তোমরা আমায় বলো কবি

বলো আমায় ভোরের রবি

আমি বলি ভাই,

কবি হওয়ার মতো আমার;

যোগ্যতা যে নাই!


আমি তো ভাই ছোট্ট মানুষ;

খুদে পানার মত!

কবি হওয়ার জন্য আরো–

শিখতে হবে কত!


তাই তো আমি প্রতিদিনি 

নতুন কিছু শিখছি, 

শিক্ষা থেকে দিক্ষা নিয়ে–

নিজের মতো লিখছি।


তোমরা আমায় করো দোয়া 

মোনাজাতে রেখো,

আমিও হবো অনেক বড়;

করলে দোয়া দেখো।


✍️মোঃ শাহ্ জালাল

Blogger দ্বারা পরিচালিত.